ভারত থেকে বাংলাদেশে জলপথ বাণিজ্য এবার আরও সুগম হতে চলেছে। সোমবার মুর্শিদাবাদ জেলার লালগোলা ব্লকের ময়া এলাকাতে পদ্মা নদীর ধারে নতুন নদী বন্দর উদ্বোধন করতে এলেন কেন্দ্রের জাহাজ এবং বন্দর দপ্তরের প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। মুর্শিদাবাদের এই নদী বন্দর থেকে পণ্যবাহী জাহাজ চলাচলের আনুষ্ঠানিক সূচনা করলেন তিনি।
উল্লেখ্য- নদী বন্দর চালু হয়ে গেলে পশ্চিমবঙ্গ থেকে বিভিন্ন পণ্য নিয়ে মালবাহী জাহাজগুলো সরাসরি বাংলাদেশের সুলতানগঞ্জের নদীবন্দরে পৌঁছে যাবে। ফলে দুই দেশের মধ্যে বানিজ্যিক সম্পর্ক আরও দৃঢ় হবে বলে আশা করা যায়।