লালবাগে গুলির ঘটনায় বেআইনি দখলের সুনির্দিষ্ট অভিযোগ

লালবাগে গুলির ঘটনায় বেআইনি দখলের সুনির্দিষ্ট অভিযোগ

Reported By Binoy Roy

28/01/2025

নবাবী আমলের সম্পত্তি বেআইনি ভাবে দখল করা নিয়ে বিবাদের জেরে মুর্শিদাবাদ পুরসভার ৭ নম্বর ওয়ার্ডে মুর্শিদাবাদ বাসস্ট্যান্ড লাগোয়া এলাকায় সোমবার রাতে এলোপাথাড়ি গুলি চললো।

খবর পেয়ে পুলিশ ওই রাতেই ঘটনস্থলে পৌঁছায়। পুলিশ ঘটনাস্থল থেকে পাঁচটি কার্তুজের ফাঁকা খোল উদ্ধার করেছে। সেই সঙ্গে গুধিয়ার বাসিন্দা মণিরুল ইসলাম নামে এক জনকে গ্রেফতার করেছে। ধৃত ব্যক্তির কাছ থেকে ওয়ান শটার ও চার রাউন্ড গুলি বাজেয়াপ্ত করেছে।

ওই ঘটনায় এক জনের পায়ে গুলি লাগে। তবে গুলিবিদ্ধ অবস্থায় ওই ব্যক্তি কোথায় চিকিৎসাধীন রয়েছে, পুলিশ এখনও তা জানতে পারেনি।

দুষ্কৃতীরা গুলিবিদ্ধ অবস্থায় তাকে তুলে নিয়ে পালিয়ে গিয়ে কোনও বেসরকারি হাসপাতালে ভর্তি করেছে বলে প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে।

এ দিকে জুডিসিয়াল দফতরের অধীনে থাকা মুর্শিদাবাদ এস্টেট-এর অধীনে গোটা লালবাগ জুড়ে নবাবী আমলের জমি ও সম্পত্তি ছড়িয়ে রয়েছে। দীর্ঘ দিন ধরে ওই সম্পত্তি দখল করে তা বিক্রি করার চক্র সক্রিয় রয়েছে লালবাগে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পুলিশ ও প্রশাসনের লোকজনের মদত থাকায় কেউ কিছু বলতে পারেন না। এর সঙ্গে জড়িত রয়েছে মুর্শিদাবাদ এস্টেট দফতরও।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, স্থানীয় এক তৃণমূল নেত্রীর ঘনিষ্ঠ যুব নেতা বেআইনি ভাবে ওই সম্পত্তি দখল করে পাঁচিল দিয়েছিলেন বিক্রির উদ্দেশ্যে।  তৃণমূলের স্থানীয় এক নেতার ছত্রছায়ায় রয়েছেন পাল্টা গোষ্ঠীর লোকজন বোমা মেরে সেই পাঁচিল ভেঙে দেয়।

এর পরেই নেত্রীর ঘনিষ্ঠ লোকজনের গোষ্ঠী ঘটনাস্থলে পৌঁছে এলোপাথাড়ি গুলি চালায়। পুলিশ জানায়, সব মিলিয়ে প্রায় ২০-২২ রাউন্ড গুলি চলে ওই রাতে।

এর পর জমি মাফিয়াদের হাত থেকে সরকারি ওই সম্পত্তি দখলমুক্ত করতে মঙ্গলবার সকালে

লালবাগের এসডিও, লালবাগের এসডিপিও এবং মুর্শিদাবাদ এস্টেট ম্যানেজার গোটা এলাকা সরজমিনে পরিদর্শন করেন।

 জাকির হোসেন শেখ তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক

বনমালী রায় (SDO লালবাগ)

আকল কুমার রাকেশ (SDPO লালবাগ)

বিপ্লব সরকার (মুর্শিদাবাদ এস্টেট ম্যানেজার)

Leave a Reply

error: Content is protected !!