Reported By:- BINOY ROY
বাড়ির পেছনে পড়েছিলো বোমা। লুকোচুরি খেলার সময় বল ভেবে হাতে বোমা নিতেই ঘটলো বিস্ফোরণ। ঘটনায় গুরুতর জখম দুই শিশু। শনিবার দুপুর নাগাদ ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে সামসেরগঞ্জ থানার নিমতিতা গ্রাম পঞ্চায়েতের শেরপুর গ্রামে। জখম ওই দুই শিশুর নাম মিনহাজুল হক ও ইকবাল শেখ। ইতিমধ্যেই জরুরী ভিত্তিতে ওই দুই শিশুকে জঙ্গিপুর মহুকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে সামসেরগঞ্জ থানার পুলিশ। কে বা কারা বোমাগুলো সেখানে রেখেছিল তার তদন্ত করে দেখছে পুলিশ।