Reported By : তুষার কান্তি খাঁ
১৩ ই নভেম্বর, রবিবার, পাঁচগ্রাম পার্টি অফিস থেকে শুরু হয় কৃষক সভার মিছিল। চোর, লুটেরাদের বুকে কাঁপন ধরিয়ে পদযাত্রা ঘুরছে মাঠ, ঘাট, পথ পেরিয়ে ক্ষেতমজুর কৃষকের উঠোনে। গরীবের জীবনযাত্রার ভাষাই উঠে এসেছে পদযাত্রার স্লোগানে। পদযাত্রায় উঠে আসছে শ্রমজীবী মানুষের রুজি-রুটির আন্দোলনকে মজবুত করার কথা। ‘লুটেরা হটাও গ্রাম বাঁচাও’ আহ্বান জানিয়ে সারা ভারত কৃষক সভা পাঁচগ্রাম এলাকার ডিগ্রী ডাঙ্গা, খড়িকা ডাঙ্গা, বুড়ারডাঙ্গা, মেহানাডাঙ্গা, তেতুলিয়া গ্রাম প্রদক্ষিণ করে তাদের দাবিগুলি নিয়ে। ওই মিছিলে উপস্থিত ছিলেন সংগঠনের সম্পাদক শ্যামল ঘোষ, কদর আলী, রাধারঞ্জন মন্ডল সহ এলাকার কৃষিজীবী মানুষজন।