Reported By:- Binoy Roy
লেলিনের মৃত্যুশতবর্ষ উদযাপনে কলকাতার সমাবেশের প্রস্তুতিতে বহরমপুরে মিছিল করল এসইউসিআই। শুক্রবার বিকেলে বহরমপুর শহর জুড়ে হয় মিছিল। আগামী ২১শে জানুয়ারী কলকাতায় সমাবেশের প্রস্তুতিতেই এই মিছিল। এবছর মৃত্যুশতবর্ষ উদযাপন করা হচ্ছে লেলিনের। বছর ভর নানা কর্মসূচীর মধ্যে দিয়ে লেলিনকে স্মরণ করছে এসইউসিআই। এদিন বিকেলে বহরমপুরে এসইউসিআই জেলা কার্যালয় থেকে শুরু হয়। বিভিন্ন এলাকা পরিক্রমার পর তা নিমতলা এলাকায় শেষ হয়। মিছিল থেকে কলকাতায় সমাবেশে যোগ দেওয়ার আবেদন জানান এসইউসিআই নেতৃত্ব।