লোকসভার আগে ডোমকলে ফুটতে পারে পদ্মফুল, এমনই দাবি মুর্শিদাবাদের বিজেপি বিধায়ক গৌরী শংকর ঘোষের। কিছুদিন থেকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল বিজেপি নেতাদের সঙ্গে ছবি ডোমকল কংগ্রেস প্রাক্তন টাউন সভাপতি বেঞ্জের ইসলাম ওরফে হিমনের, তৃণমূলের ব্লক সহ-সভাপতি আনারুল ইসলাম সহ ডোমকলের তৃণমূল ও কংগ্রেস কর্মীদের। যদিও বর্তমান ডোমকল কংগ্রেস টাউন সভাপতি ও তৃণমূলের ব্লক সভাপতি পাত্তাই দেননি এই অভিযোগ। তবে ডোমকল প্রাক্তন কংগ্রেসের টাউন সভাপতি বেনজির ইসলাম কংগ্রেসকেই দোষারোপ করেন।