লড়াইয়ের পথ ধরে অবিরত চলা,লেখাপড়া সকলের, সোচ্চারে সম্মেলনের ডাক দিয়েছে মুর্শিদাবাদ জেলা

লড়াইয়ের পথ ধরে অবিরত চলা,লেখাপড়া সকলের, সোচ্চারে সম্মেলনের ডাক দিয়েছে মুর্শিদাবাদ জেলা

Reported By: News Desk

YouTube Link: https://youtu.be/8zUVFlfE9kg

লড়াইয়ের পথ ধরে অবিরত চলা,লেখাপড়া সকলের, সোচ্চারে বলা –এই নতু স্লোগানকে সামনে রেখে মুর্শিদাবাদ জেলা এসএফআই তাদের সম্মেলনের ডাক দিয়েছে। আগামী অক্টোবর মাসে জলঙ্গীর সাগরপাড়ায় তাদের জেলা কমিটির সম্মেলন হতে চলেছে। সম্মেলনকে উপলক্ষ করে দুটি জাঠাও বের হবে সংগঠনের পক্ষ থেকে বলে দাবি সদস্যদের। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে তারা তাদের নতুন স্লোগান ও লোগো প্রকাশ করেন।

Leave a Reply

error: Content is protected !!