Skip to content
শক্তিপুরে চাষীদের বিক্ষোভ

শক্তিপুরে চাষীদের বিক্ষোভ

Reported By : তুষার কান্তি খাঁ
১১ ই মার্চ , শনিবার , আলু ও পেঁয়াজের দাম কুইন্টাল প্রতি কমপক্ষে বারোশো টাকা দরে সরকারকে কিনতে হবে, আলু ও পেঁয়াজ চাষীদের কৃষি ঋণ মুকুব করতে হবে , কৃষিতে ভর্তুকি দিতে হবে প্রভৃতি দাবিতে সারা ভারত কৃষক সভা শক্তিপুর থানা কমিটির পক্ষ থেকে রাস্তা অবরোধ করে বিক্ষোভ চলছে শক্তিপুরে। বিক্ষোভ সভায় বক্তব্য রাখেন কৃষক নেতা সনাতন হালদার, তাজারুল হক ,শ্যামল দুবে, জ্যোতির্ময় মন্ডল সহ আরো অনেকে। সভাপতিত্ব করেন আসাদুল্লাহ শেখ l

Leave a Reply

error: Content is protected !!