শক্তিপুরে যাওয়ার পথে বহরমপুর আটক বিজেপির সাংগঠনিক দক্ষিণ মুর্শিদাবাদ জেলা সভাপতি সহ বিজেপি নেতৃত্ব

শক্তিপুরে যাওয়ার পথে বহরমপুর আটক বিজেপির সাংগঠনিক দক্ষিণ মুর্শিদাবাদ জেলা সভাপতি সহ বিজেপি নেতৃত্ব

REPORTED BY:- BONOY ROY

রবিবার দুপুরে শক্তিপুরে বিজেপি কার্যকর্তাদের বাড়িতে হামলার খবর পেয়ে সোমবার শক্তিপুরের উদেশ্যে রয়না দেন বিজেপি নেতৃত্ব। বহরমপুর থেকে রয়না হওয়ার পর বহরমপুর গাড়ি আটকে দেয় পুলিশ। জোর করে যেতে চাইলে পুলিশ তাদের আটক করে।

Leave a Reply

error: Content is protected !!