এই লোকসভা নির্বাচনে কংগ্রেস বা তৃণমূলের কোনো জায়গা নেই। তাই বিজেপি ছাড়া এই মুহুর্তে নির্বাচনী প্রচারে আর কারও তেমন দেখা পাওয়া যাচ্ছেনা। শনিবার সকালে বহরমপুরের ইন্দ্রপ্রস্থ এলাকায় নির্বাচনী প্রচারে বেরিয়ে এমনই মন্তব্য করলেন বহরমপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডাক্তার নির্মল সাহা। উল্লেখ্য- দলের প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পর থেকেই তিনি জনসংযোগ বাড়াতে নিয়মিত প্রচারে বেরোচ্ছেন দলীয় কর্মীদের সাথে নিয়ে। তার বক্তব্য- দলের কর্মীরা এই নির্বাচনকে ঘিরে এতোটাই উৎসাহিত যে, দিকে দিকে বিজেপির জয়গান ছাড়া এই মুহুর্তে আর কিছুই নেই। সব মিলিয়ে আজকের দিনেও সংবাদ মাধ্যমের সামনে বক্তব্য রাখতে গিয়ে স্পষ্ট ভাষায় তিনি বলেন- বহরমপুর লোকসভা কেন্দ্রে এই নির্বাচনে বিজেপির জয় সুনিশ্চিত।