Skip to content
শবেবরাত ও হোলি উপলক্ষ্যে ডোমকল মহাকুমা আধিকারিক ফারুক মোহাম্মদ চৌধুরী বেশকিছু বাড়িতে হোলির আবীর ও মিষ্টির প্যাকেট বিতরণ করলেন

শবেবরাত ও হোলি উপলক্ষ্যে ডোমকল মহাকুমা আধিকারিক ফারুক মোহাম্মদ চৌধুরী বেশকিছু বাড়িতে হোলির আবীর ও মিষ্টির প্যাকেট বিতরণ করলেন

REPORTED BY:- MASUD RANA

একদিকে শবেবরাত অপরদিকে হোলি উৎসব অর্থাৎ বসন্ত উৎসব কে সামনে রেখে ডোমকল মহাকুমা আধিকারিক ফারুক মোহাম্মদ চৌধুরী বেশকিছু বাড়িতে গিয়ে বৃদ্ধ মায়ের হাতে হোলির আবীর ও মিষ্টির প্যাকেট তুলে দিয়ে আশীর্বাদ গ্রহণ করেন।তার সঙ্গে স্বচ্ছ ডোমকল গড়ে তুলবার বার্তা সাধারণ মানুষের মধ্যে তুলে ধরেন, তিনি চান সর্বস্তরের মানুষ সব সময় সুস্থ থাকুক ভালো থাকুক নিরাপদে থাকুন এই হচ্ছে তার মূল মন্ত্র এবং আগামীর যৌথ উৎসবকে তিনি সম্মান জানিয়ে মহকুমা বাসিকে অভিনন্দন যাপন করেন।

Leave a Reply

error: Content is protected !!