শেয়ারে কসাইয়ের ব্যবসা দুই বন্ধুর, টাকা পয়সা নিয়ে দ্বন্দ্ব, আহত ২ আশঙ্কাজনক ১। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ডোমকল জুগিন্দা মিঞাখার পাড়া এলাকায়। আহতদের নাম আসরাফ মিঞা বয়স আনুমানিক ৪৮ বছর এবং তার স্ত্রী আলফোন বিবি বয়স আনুমানিক ৪৫ বছর। জানাযায় আশরাফ ও বকুল দুজনে মিলে প্রায় ছয় বছর আগে কসাইয়ের ব্যবসা শুরু করে, তিন বছর ভালই চলেছিল, তারপরেই টাকা পয়সা নিয়ে দুই পার্টনারের মধ্যে ধরে ফাটল। আশরাফের স্ত্রী আলফোনের দাবি তাদের কাছ থেকে ৭৫ হাজার টাকা নিয়ে শুরু হয়েছিল ব্যবসা, তারপরে বকুল মন্ডলের কাছে হিসেব চাইতেই শুরু হয় দ্বন্দ্ব। আজ রবিবার বকুল মন্ডলের কাছে সেই টাকা চাইতে গেলেই শুরু হয় বচসা, তারপরে হাতাহাতি। ঘটনায় আহত হয় দুই স্বামী-স্ত্রী আশরাফ ও আলফোন, স্থানীয়রা চিকিৎসার জন্য তাদের ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসলে আশরাফ মিঞার অবস্থার অবনতি ঘটলে তাকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে ডোমকল থানার পুলিশ।