Skip to content
শারদ উৎসবের আবহে নারীর নিরাপত্তা প্রশ্নবিদ্ধ

শারদ উৎসবের আবহে নারীর নিরাপত্তা প্রশ্নবিদ্ধ

Reported By:- News Desk

শারদ উৎসবের চতুর্থী উপলক্ষে উৎসবের আনন্দ যখন সর্বত্র বিরাজমান, ঠিক তখনই সন্ত্রাসের মুখোমুখি হতে হলো জয়নগর কুলতলীর এক ১০ বছরের ছাত্রীকে। শনিবার সন্ধ্যায় এই ছাত্রীকে নৃশংসভাবে ধর্ষণ এবং খুন করার ঘটনাটি স্থানীয় জনগণের মধ্যে গভীর উদ্বেগ এবং ক্ষোভের জন্ম দিয়েছে। শনিবার সকালে, তার মৃতদেহ উদ্ধার হয় তার বাড়ির এক কিলোমিটার দূরে। এই ঘটনার বিরুদ্ধে প্রতিবাদে খড়দাহ নাগরিকরা সড়কে নেমে আসেন। প্রতিবাদ মিছিলটি খড়দাহ স্টেশন চত্বর থেকে শুরু হয়ে রহড়া বাজার হয়ে কল্যাণ নগর বটতলা পর্যন্ত পৌঁছায়। মিছিলে অংশগ্রহণকারী শিক্ষক, সংস্কৃতি জগতের মানুষ এবং সাধারণ নাগরিকরা ধর্ষক এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সোচ্চার হন। তাদের মধ্যে এরকম অস্বাভাবিক ঘটনার পুনরাবৃত্তি রোধে সরকারের আরও কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। এ ঘটনার পর থেকেই খড়দাহ অঞ্চলে নারীর নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়ে গেছে। স্থানীয় প্রশাসনের কাছে জনগণের আহ্বান, তারা যেন অপরাধীদের শাস্তির নিশ্চয়তা দেন এবং ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করেন। এমন পরিস্থিতিতে, খড়দাহ অঞ্চলের জনগণ আশা করেন যে, এই ঘটনার মাধ্যমে সমাজে সচেতনতা বাড়বে এবং নারীর নিরাপত্তা নিশ্চিত হবে।

Leave a Reply

error: Content is protected !!