News Desk
কোলকাতা (১ অক্টোবর '২৪):- 'ইনার আই' পাবলিক রিলেশন সংস্থার সহযোগিতায় ফ্রেণ্ডজ মিডিয়া এন্টারটেনমেন্ট ঘোষণা করেছে 'শারদ সেরা শিরোপা শারদ সম্মান ২০২৪' প্রদান করার উদ্যোগ। এই আয়োজনটি দুর্গাপুজোর আনন্দকে আরও বর্ণময় করবে।
সংস্থার নির্দেশক শুভজিৎ বোস সাংবাদিক সম্মেলনে জানান, "এ বছর দুর্গাপুজো পরিদর্শনের জন্য আমরা উত্তর ও দক্ষিণ কোলকাতা এবং বিধাননগর থেকে মোট ৫০০ আবেদন গ্রহণ করেছি। আমাদের অতিথি ও সদস্যাদের দল দুর্গোৎসবের তৃতীয়া তিথিতে ৩০০ পুজো মণ্ডপ ও মাতৃপ্রতিমা পরিদর্শন করবে।"
তিনি আরও বলেন, "জয়ী পুজো আয়োজকদের হাতে ষষ্ঠীর আগেই পুরস্কার তুলে দেওয়া হবে। এই অনুষ্ঠানে ১২টি আলাদা পুরস্কার বিতরণ করা হবে, যা পুজো আয়োজকদের মধ্যে সেরা আয়োজনকে সম্মান জানাবে।"
সংস্থার অপর নির্দেশক জ্যোতির্ন্দ্রমোহন নাথ জানান, "আমরা নিশ্চিত যে এই পুরস্কারগুলো পুজো আয়োজনকে আরও উৎসাহিত করবে এবং কোলকাতার পুজো সংস্কৃতির গৌরব বৃদ্ধি করবে।"
ফ্রেণ্ডজ মিডিয়া এন্টারটেনমেন্টের এই উদ্যোগ পুজো প্রেমীদের হৃদয়ে স্থান করে নেবে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠবে, এটাই প্রত্যাশা।