Skip to content
“শ্রীলীলা” এবার বলিউডে পা রাখছেন !

“শ্রীলীলা” এবার বলিউডে পা রাখছেন !

Reported By:-  Subham Roy

পাঁচ বছর আগে ‘কিস’ সিনেমা দিয়ে দক্ষিণী ইন্ডাস্ট্রিতে পা রাখেন শ্রীলীলা। এরপর ২০২১ সালে ‘পেলি সানড়া ডি’ সিনেমায় অভিনয় করে দর্শকের নজর কাড়েন। এরপর কাজ করেছেন আর কিছু সিনেমায়। এবার শোনা যাচ্ছে বলিউডে পা রাখতে যাচ্ছেন এই অভিনেত্রী। সাইফ আলী খান পুত্র ইব্রাহিম খানের বিপরীতে দেখা যাবে তাকে। ভারতীয় সংবাদ মাধ্যম বলছে, ইব্রাহিম আলী খানের পরবর্তী সিনেমা ‘ডিলার’। সেই সিনেমাতেই থাকছেন শ্রীলীলা। এ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক ঘটবে তার। ইতোমধ্যে ইব্রাহিমের বিপরীতে অভিনয়ের জন্য শ্রীলীলা সম্মতি জানিয়েছেন বলে জানা গেছে। ‘ডিলার’ সিনেমাটি পরিচালনা করবেন কুনাল দেশমুখ। প্রেমের গল্পে এই সিনেমাটির শুটিং শুরু হবে আগামী আগস্টে। খুব শিগগির এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবেন নির্মাতারা। শ্রীলীলা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘গুন্তুর করম’। এতে তার সহশিল্পী ছিলেন মহেশ বাবু। চলতি বছরের ১২ জানুয়ারি মুক্তি পায় এটি। ২০০ কোটি রুপি বাজেটের এ সিনেমা আয় করে ১৭১ কোটি রুপি।

Leave a Reply

error: Content is protected !!