'দ্য হোয়াইট হর্স এন্টারটেনমেন্ট' নিবেদিত এবং ইয়াসমিন ইব্রাহীম ও সর্বজিৎ মণ্ডল নির্দেশিত বাংলা কাহিনীচিত্র 'অরক্ষনীয়া'-য় মুখ্য চরিত্রে দেখা যাবে অভিনেতা বিশ্বজিৎ চক্রবর্তী-কে। এছাড়াও বিভিন্ন ভূমিকায় দেখা যাবে সোমা চক্রবর্তী, তমাল রায়চৌধুরী, রাজু মজুমদার ও দেবাশিস গাঙ্গুলী সহ একাধিক অভিনেতা অভিনেত্রীকে।
'দ্য হোয়াইট হর্স এন্টারটেনমেন্ট'-এর পক্ষ থেকে বলা হয়েছে, "এই চলচ্চিত্রের মাধ্যমে বাংলা চলচ্চিত্র জগতে আত্মপ্রকাশ করতে চলেছেন অপলক যশ।