Skip to content
শিশুদের সৃজনশীলতার বিকাশে ডোমকল থানার ভূমিকা

শিশুদের সৃজনশীলতার বিকাশে ডোমকল থানার ভূমিকা

Reported By:- Masud Rana

আজ ১লা সেপ্টেম্বর, পুলিশ দিবস উপলক্ষে মুর্শিদাবাদ জেলার ডোমকল থানার বিশেষ উদ্যোগ সকলের মন জয় করেছে। রবিবার সকালে, থানার আইসি পার্থ সারথি মজুমদারের নেতৃত্বে থানা প্রাঙ্গণে আয়োজিত বসে আঁকো প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এলাকার বিভিন্ন বয়সের শিশুরা। এদিনের ইভেন্টে ডোমকল থানার অন্যান্য পুলিশের কর্মকর্তাও উপস্থিত ছিলেন। শিশুদের উৎসাহিত করতে তাদের অভিভাবকরা সেখানে আসেন, যা অনুষ্ঠানটিকে আরও প্রাণবন্ত করেছে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল শিশুদের উৎসাহ দিতে প্রত্যেককে গিফট প্রদান করা হয় এবং সফল ছাত্রছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা, যারা মনে করেন যে এরূপ কার্যক্রম শিশুদের মধ্যে সৃজনশীলতা ও আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করে। ডোমকল থানার এ ধরনের সামাজিক উদ্যোগ ভবিষ্যতে আরও কার্যকর হবে, এমনটাই আশা করছেন স্থানীয় জনগণ। পুলিশ দিবসে সংগঠিত এই ইভেন্ট শিশুদের মনোজগতকে প্রসারিত করার পাশাপাশি, সমাজে পুলিশের মানবিক মুখকে তুলে ধরেছে।

Leave a Reply

error: Content is protected !!