শহর বহরমপুরে মানবীক পুলিশ , ওসি স্বপন রায়

শহর বহরমপুরে মানবীক পুলিশ , ওসি স্বপন রায়

Reported by: Binay Roy
৩ রা সেপ্টেম্বর, রবিবার, বহরমপুর ব্যস্ত শহর , ব্যস্ত মানুষ । এর মধ্যেই মানবীকতার পরিচয় দেখা গেল পুলিশের। রাস্তার ধারে বসে থাকা একাধিক অসহায় ভবঘুরে, পাগলকে সেবা যত্নে করে তাদের জামা পোষাক দিয়ে সুন্দর ভাবে সাজিয়ে মানুষ করে তুলে মানবীকতার পরিচয় দিচ্ছেন বহরমপুরের ওসি ( NH34) স্বপন রায়।
জানা গিয়েছে বহরমপুর গির্জার মোড়ে ট্রাফিক অফিসের সামনে সকাল ১০ টা নাগাদ ময়লা, ছেড়া, জামা কাপুড় পড়া পাগলকে ঘুরতে দেখা যায় । বেশ কিছুক্ষণ পর কর্মরত সিভিক মিঠু বলে খেয়েছো, কিছু খাবে ? পাগলটি ইশারায় জানান হ্যাঁ খুব খিদে পেয়েছে। বিষটি ওসি স্বপন রায় জানতে পারেন, পাগলটি সত্যিই খুব অসহায়, ক্ষুধার্ত। মানবীকতার হাত বাড়িয়ে কেবলমাত্র খাবার নয়, স্নান করিয়ে দেওয়া থেকে নতুন জামা কাপুড় কিনে এনে নিজের হাতে পড়িয়ে , তারপর হোটেলে গিয়ে সকলের সঙ্গে বসিয়ে খাওয়ানোর ব্যবস্থা করিয়ে দিয়ে মানবীকতার পরিচয় দিলেন বহরমপুর এন.এইচ 34 ওসি স্বপন রায়। প্রসঙ্গত এই প্রথম নয়, এর আগেও অসহায় ভবঘুরেদের বিভিন্ন ভাবে সহযোগীতার হাত বাড়িয়ে দিয়েছেন। কিনে দিয়েছেন মহিলাদের পোষাক। এ বিষয়ে ওসি স্বপন রায় যোগাযোগ করা হলে তিনি বলেন " সারাদিন ডিউটি , চোখের সামনে অনেক ভবঘুরে পাগল যারা না খেয়েই দিন রাত কাটাচ্ছে, এই ব্যাস্ততার মধ্যে সুযোগ পেলেই সাহায্য করার চেষ্টা করি ।

Leave a Reply

error: Content is protected !!