Reported By : মোহাম্মদ জাকারিয়া
১৫ ই নভেম্বর, বুধবার, ভারতের ইতিহাসের পাতায় মুন্ডা আন্দোলনে বীর সংগ্রামী বিরসা মুন্ডার অবদান অনস্বীকার্য। বুধবার মাননীয়া মুখ্যমন্ত্ৰী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক উদ্যোগে শহীদ বিরসা মুন্ডার জন্মজয়ন্তী উদ্যাপন করা হয় উত্তর দিনাজপুর জেলার করণদিঘী ব্লকের লাহুতারা এক নম্বর পঞ্চায়েতের অন্তর্গত ঐতিহাসিক স্থান নীলকুঠিতে। মঞ্চে উপস্থিতি ছিলেন রাজ্যের মন্ত্রী গোলাম রাব্বানী। উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল, উত্তর দিনাজপুর জেলা শাসক সুরেন্দ্রনাথ কুমার মিনা, করণদিঘীর বিধায়ক গৌতম পাল, করণদিঘী পঞ্চায়েত সমিতির সভাপতি নেহা, ১৩ নম্বর জেলা পরিষদের সদস্য আবদুর রহিম, ১৪ নম্বর জেলা পরিষদের সদস্য কৃষ্ণা সিংহ রায় চৌধুরী সহ আরও অনেকেই।