শহীদ রাজেশ ওরাঙ-এর স্মৃতির উদ্দেশ্যে ফুটবল টুর্ণামেন্ট দুবরাজপুরে – G Tv { Go Fast Go Together)
শহীদ রাজেশ ওরাঙ-এর স্মৃতির উদ্দেশ্যে ফুটবল টুর্ণামেন্ট দুবরাজপুরে

শহীদ রাজেশ ওরাঙ-এর স্মৃতির উদ্দেশ্যে ফুটবল টুর্ণামেন্ট দুবরাজপুরে

বীরভূমের বীর সন্তান শহীদ রাজেশ ওরাঙ এর স্মৃতির উদ্দেশ্যে দুবরাজপুর রঞ্জনবাজার আদিবাসী মিলন সংঘের পরিচালনায় এক দিনের আদিবাসী ফুটবল টুর্ণামেন্টের আয়োজন করা হয় দুবরাজপুর রঞ্জনবাজার স্টেডিয়ামে। এই খেলায় ১৬টি দল অংশগ্রহণ করে। এদিন উপস্থিত ছিলেন দুবরাজপুর পৌরসভার প্রশাসক পীযূষ পাণ্ডে, দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের শীর্ষসেবক স্বামী সত্যশিবানন্দ মহারাজ, ১ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর ফকির বাউরী, শহিদ রাজেশ ওরাঙ এর পিতা সুভাষ ওরাঙ, বিশিষ্ট সমাজসেবী বনমালী ঘোষ, ক্লাবের পক্ষ বীরেন ওরাঙ সহ ফুটবল প্রেমী মানুষজন। এই খেলায় বিজয়ী দলকে ট্রফি সহ নগদ ১০ হাজার টাকা এবং বিজীত দলকে ট্রফি সহ নগদ ৭ হাজার টাকা এবং দেওয়া হবে। এদিন পৌর প্রশাসক পীযূষ পাণ্ডে জানান, আমরা জানি ২০২০ সালের ১৫ জুন চিনের সাথে যুদ্ধ করতে গিয়ে বীরভূমের বীর সন্তান রাজেশ ওরাঙ শহীদ হয়েছিলেন। তাঁরই স্মৃতির উদ্দেশ্যে আজ তাঁর ভাই বীরেন ওরাঙ এই খেলার আয়োজন করেছে। আদিবাসীদের এরকম অনুষ্ঠান দেখে খুব ভালো লাগছে। অন্যদিকে রঞ্জনবাজার আদিবাসী মিলন সংঘের সদস্য তথা শহিদ রাজেশ ওরাঙ এর ভাই বীরেন ওরাঙ জানান, বর্তমান সমাজে যুব সমাজ নেশার দিকে এগিয়ে যাচ্ছে। তাই তাদের খেলার মধ্য দিয়ে মূল স্রোতে ফিরিয়ে আনা আমাদের মূল লক্ষ্য।

Leave a Reply

Translate »
Call Now Button