তিনি আরো জানান গতকালকে থেকে বস্ত্র বিতরণের কর্মসূচি শুরু হয়েছে এবং আজকেও বাজারগাও এক দুই, রসাখোয়া ১ও ২ সহ লাহুতরা ১ নম্বর অঞ্চলে বস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়, গোটা বিধানসভা মিলিয়ে প্রায় ১০ হাজার বস্ত্র বিতরণ করা হবে বলে তিনি জানান। উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল, করণদিঘীর বিধায়ক গৌতম পাল, করণদিঘী পঞ্চায়েত সমিতির সভাপতি নেহা, ১৪ নম্বর জেলা পরিষদের সদস্য কৃষ্ণা সিংহ রায়চৌধুরী, সহ প্রধান ও উপপ্রধান সহ আরও অনেকেই।