২৬ শে অক্টোবর, বুধবার, জলঙ্গির সুধীর সাহার মোড় এলাকায় গত রবিবার কালীপূজা উৎসব উপলক্ষে বুক স্টল ওপেন করেছিলেন ভারতের মার্কসবাদী কমিউনিস্ট পার্টি। এই বুক স্টল উদ্বোধন করেছিলেন মুর্শিদাবাদ জেলা কমিটির সিপিআইএম সম্পাদক জামির মোল্লা। ওই এলাকার এক স্থানীয় বাসিন্দা হারু হালদারের বাড়ির দোকানেই করা হয় ওই বুক স্টল। কিন্তু একদিন যেতে না যেতেই শাসকদলের নেতাদের চাপে বুক স্টল তুলে নেবার কথা বলে ওই বাড়ির অর্থাৎ দোকানের মালিক হারু। ওই ঘটনায় চাঞ্চল্যকর অভিযোগ ওঠে প্রাক্তন সিপিআইএম বিধায়ক ইউনুস সরকারের বিরুদ্ধে। অভিযোগ হল, সেই বুক স্টলের জায়গার মালিক হারুকে রাতের অন্ধকারে ডেকে তৃণমূলের নেতারা বিভিন্ন চাপ সৃষ্টি করে। এমনকি ভয় দেখিয়ে বুক স্টল তুলতে বলা হয়। এরপর সেই বুক স্টল সেখান থেকে জলঙ্গি এরিয়া কমিটির কার্যালয় অফিসে স্থানান্তর করা হয় । আর এই পুরো ঘটনাটি বললেন প্রাক্তন সিপিআইএম বিধায়ক ইউনুস সরকার।