Skip to content
শাসকের দাদাগিরিতে নদীর জমি দখলের অভিযোগ

শাসকের দাদাগিরিতে নদীর জমি দখলের অভিযোগ

Reported By Masud Rana

14/03/2025-মুর্শিদাবাদের ডোমকলের ৮ নম্বর রায়পুর অঞ্চলের কুপিলা ঘাটপাড়া এলাকায় নদীর জমি দখল করে ঘর তৈরির অভিযোগ তুলে কাজ বন্ধ করিয়ে দিয়েছে কংগ্রেস। স্থানীয় কংগ্রেসের পঞ্চায়েত সদস্য রবিউল আলমের নেতৃত্বে এলাকার বাসিন্দারা প্রতিবাদ জানিয়েছেন। তাদের অভিযোগ, শাসকদলের ইন্ধনে হৃদয় মাঝি সরকারি জায়গা দখল করে ঘর নির্মাণ করছেন।

প্রাথমিকভাবে এলাকাবাসী বাধা দিতে গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরবর্তীতে স্থানীয় ডোমকল থানায় একটি অভিযোগ জানানো হয়, যার পরিপ্রেক্ষিতে নির্মাণ কাজটি থামাতে বাধ্য হয় প্রশাসন।

তবে এই অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূলের অঞ্চল নেতা তথা পঞ্চায়েত প্রধানের স্বামী রেন্টু মন্ডল। তিনি দাবি করেন যে, স্থানীয় প্রশাসনই তাদের পক্ষ থেকে অভিযোগ জানিয়ে কাজ বন্ধ করেছে।

এ ঘটনায় রাজনৈতিক চাপানউতোরের সৃষ্টি হয়েছে এবং স্থানীয় জনগণের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে। কংগ্রেসের অভিযোগ এবং তৃণমূলের পাল্টা দাবি রাজনৈতিক আবহাওয়াকে আরও উত্তপ্ত করে তুলেছে।

Leave a Reply

error: Content is protected !!