Skip to content
শিক্ষার্থীদের পাশে বৃন্দাবন মাতৃমন্দির

শিক্ষার্থীদের পাশে বৃন্দাবন মাতৃমন্দির

Reported By News Desk

বৃন্দাবন মাতৃ মন্দির সর্বজনীন দুর্গা পূজা কমিটির নিবেদন নয়কো শুধুই পুজো।। প্রত্যেক বছরের মত এই বছরও পুজোর বাজেট থেকে টাকা বাঁচিয়ে আগামীর প্রতিশ্রুতিবান কৃতী শিক্ষার্থীদের পাশে বৃন্দাবন মাতৃমন্দির। এই নিয়ে দশম বছর। রইলো ৪,০০,০০০ টাকার সর্বমোট স্কলারশিপ, প্রতিটি স্কলারশিপের অর্থ্যমূল্য ১০,০০০ টাকা।এর মধ্যে রয়েছে প্রয়াত চিত্র সাংবাদিক রনি রায় এবং পিংকি রায় স্মৃতি স্কলারশিপ,সুকৃতি বোস স্মৃতি স্কলারশিপ,মনিকা ঘোষ স্মৃতি স্কলারশিপ, শৈবাল গুপ্ত স্মৃতি স্কলারশিপ প্রভৃতি। আবেদন www.brindabanmatrimandir.org নুন্যতম শিক্ষাগত যোগ্যতা ১০+ যদিও পড়াশোনা ছাড়া অন্য ক্ষেত্রে নুন্যতম শিক্ষাগত যোগ্যতা নেই। কোন রকম আবেদন মূল্য নেই।

Leave a Reply

error: Content is protected !!