Reported By :- Masud Rana
মুর্শিদাবাদ জেলার বহরমপুরের জলঙ্গীর চোঁয়াপাড়া দুর্লভেরপাড়া বিদ্যানিকেতনের ছাত্রী আবাসটি বর্তমানে সংকটের সম্মুখীন। সংখ্যালঘু উন্নয়ন প্রকল্পের আওতায় গত ৫ ফেব্রুয়ারি ৪৮ জন দুস্থ ছাত্রীর জন্য আবাসটির কার্যক্রম শুরু হয়। কিন্তু ১০ মাস ধরে কোনো তহবিল না পাওয়ার কারণে গোষ্ঠীর মহিলারা তাদের ব্যক্তিগত অর্থ দিয়ে আবাসটির খরচ চালিয়ে আসছেন।
সুপারভাইজার তথা বিদ্যালয়ের সহকারী শিক্ষক সন্দীপ কুমার মুখার্জী জানান, মহিলাদের আর্থিক অবস্থা অত্যন্ত করুণ। আগস্ট মাস পর্যন্ত আবাসটির জন্য পাওনাদার প্রায় ৩ লক্ষ ৪৩ হাজার টাকার মতো। সেপ্টেম্বর ও অক্টোবরের বকেয়া যোগ হলে এই পরিমাণ আরও বাড়বে। এ অবস্থায় তারা শিক্ষার্থীদের পরীক্ষার প্রস্তুতির নাম করে বাড়িতে পাঠাতে বাধ্য হয়েছেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম রহমান অভিযোগ করেন, সরকারের বিভিন্ন দফতরে টাকা আদায়ের জন্য আবেদন করা হলেও এখনও তাদের পাওনা টাকা মেলেনি। তিনি আশঙ্কা প্রকাশ করেন, যদি এই পরিস্থিতি চলতে থাকে, তাহলে আবাসটি বন্ধ হয়ে যেতে পারে।
জেলা সংখ্যালঘু উন্নয়ন প্রকল্পের আধিকারিক জানিয়েছেন, তাদের কাছে অভিযোগ এসেছে, তবে সংশ্লিষ্ট বিভাগ থেকে কোন সাড়া পাওয়া যায়নি। আবাসটির ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, “আমরা বিষয়টি নিয়ে এর আগে দু’বার সংশ্লিষ্ট দফতরে জানিয়েছি, কিন্তু কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।”