Skip to content
শিমুলিয়া সার্বজনীন দুর্গোৎসব বুধবার 22 সেপ্টেম্বর খুঁটি পুজোর মাধ্যমে শারদীয় আনুষ্ঠানিকতার সূচনা করে

শিমুলিয়া সার্বজনীন দুর্গোৎসব বুধবার 22 সেপ্টেম্বর খুঁটি পুজোর মাধ্যমে শারদীয় আনুষ্ঠানিকতার সূচনা করে

দুর্গাপুজোর কার্যক্রম শুরু করার লক্ষ্যে মানিকতলা বিবেকানন্দ রোড সংযোগস্থলে খুঁটি পূজা অনুষ্ঠিত হয়।। এই দুর্গা পুজোটি ৮৫ বছরে পদার্পণ করল।। শিমুলিয়ার এই পুজো উদ্ভাবনী ধারণা ও উদযাপন সোহেলের জন্য শহরের অন্যতম আকর্ষণীয় পুজো।।
পুজো কমিটির সদস্যরা বলেন আমরা সমাজের প্রতি কর্তব্য পরায়ণ করণাকে দূরে রাখার সমস্ত রকম ব্যবস্থা করে চলা হবে।। তিনি পরিবার ও বন্ধুদের সঙ্গে পুজার আসার জন্য সবাইকে আমন্ত্রণ জানান।। অনুষ্ঠানটি বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিত্বের উপস্থিতিতে উজ্জ্বল ছিল যেমন বিধায়ক বিবেক গুপ্ত,মীনাক্ষী গুপ্ত, সোমনাথ সরকার,গৌতম গুপ্ত ছাড়াও আরো অনেকে।।

Leave a Reply

error: Content is protected !!