Reported By:- MASUD RANA
শিলিগুড়ি পৌরসভার 32 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থী তাপস চ্যাটার্জি উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালের রক্তের সংকটের কথা শুনেই প্রায় 25 জন দলীয় কর্মীকে নিয়ে নিজে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছে যান। সেখানে পৌঁছে তিনি নিজে ও দলের কর্মীদের নিয়ে রক্তদান করেন। তাপস বাবু জানান দুর্ঘটনায় আহতদের যাতে রক্তের জন্য কোনো সংকটে না পড়তে হয় সেই কারণেই তিনি রক্তদান করেন।
তিনি শুধু এবার এই নয় সারা বছর ধরেই বিভিন্ন সেবামূলক কাজে নিজেকে নিয়োজিত করে থাকেন তাই এই রক্তদান টা তার কাছে নতুন কিছু ব্যাপার নয়।