Skip to content
শিল্পী চক্রবর্তী-র  “খোলা মনে রঙ বেরঙে”রচিত বই

শিল্পী চক্রবর্তী-র “খোলা মনে রঙ বেরঙে”রচিত বই

Reported By News Desk

লেখিকা শিল্পী চক্রবর্তী-র "খোলা মনে রঙ বেরঙে"রচিত বই উন্মোচিত হল পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় এবং পশ্চিমবঙ্গ সরকারের অর্থ বিভাগের আয়োগ অনুপম হালদার ও পাঞ্চালী মুন্সী-র হাত ধরে। এই বই প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায়,অর্থ বিভাগের দুই যুগ্ম আয়োগ অনুপম হালদার ও পাঞ্চালী মুন্সী সহ অধ্যাপক বিশ্বনাথ চক্রবর্তী, দক্ষিণেশ্বর ভবতারিণী কালী মন্দিরের অছিপরিষদ-এর কর্ণধার কুশল চৌধুরী সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ। লেখিকা শিল্পী চক্রবর্তী বলেন বাচ্চাদের উপর মোবাইলের দুষ্প্রভাব এই পুস্তকের মূল আলোচ্য বিষয়।অনুরূপভাবে আমি সমাজের বিভিন্ন স্তরের কিছু বিশিষ্ট মানুষের মতামতও (মোবাইল সম্পর্কে) এখানে প্রকাশ করেছি। তুলে ধরেছি তাদের সুচিন্তিত মূল্যবান বক্তব্য।যথারীতি সম্পূর্ণ বাস্তবতার উপর ভিত্তি করেই লিখতে চেষ্টা করেছি।আমার কবিতা ও ছড়াগুলি। আমার একটাই কামনা বাচ্চাদের প্রযুক্তিগত উন্নতির সাথে সাথে সহজাত শিশুমনেরও বিকাশ হোক। অনুষ্ঠানে বিশেষ ভাবে অভিনন্দিত করা হয় সহস্রাংশু পাত্র-কে। করোনা অতিমারীর সময় লক ডাউন চলাকালীন ভার্চুয়াল মাধ্যমে পঠন পাঠন করতে করতে চোখের পাওয়ার বেড়ে যায় এই পড়ুয়ার। বর্তমানে মোবাইল থেকে সহস্র যোজন দূরে থাকতেই পছন্দ করে এই পড়ুয়া।

Leave a Reply

error: Content is protected !!