‘শিল্পী সংসদের’ ইতিহাস: উত্তম কুমারের অবদান

‘শিল্পী সংসদের’ ইতিহাস: উত্তম কুমারের অবদান

Documentary By Mahatab Chowdhury & Vidyut

কলকাতার (23/07/2025) – ৮৬, লেলিন সরণি এলাকায় অবস্থিত ‘শিল্পী সংসদ’ একটি ঐতিহ্যবাহী সংগঠন, যা গত ৫০ বছর ধরে শিল্পীদের সহায়তা করে আসছে। এই সংগঠনের প্রতিষ্ঠাতা উত্তম কুমার, যিনি নিজেও একজন খ্যাতিমান অভিনেতা ছিলেন,১৯৬৮ সালে, তিনি অভিনেত্রি সংঘ ত্যাগ করেন এবং দরিদ্র শিল্পী ও প্রযুক্তিবিদদের সাহায্য করার জন্য নিজস্ব ভিত্তি, শিল্পী সংসদ প্রতিষ্ঠা করেন। 

সংগঠনটির অবস্থান লাল ছোট গির্জার বিপরীতে, যেখানে দুটি পুরানো স্তম্ভের মাঝখানে অস্তিত্বমান এক সাইনবোর্ড দর্শকদের নজর কাড়ে। আগাছা ভর্তি এই জায়গাটি যেন এক ইতিহাসের সাক্ষী।সাধন বাগচী, যিনি ৫০ বছরেরও বেশি সময় ধরে ‘শিল্পী সংসদ’ পরিচালনা করছেন, বলেন, ‘‘৬০-এর দশকে মহানায়ক যখন সিদ্ধান্ত নিলেন শিল্পীদের জন্য সংগঠন করবেন, তখন থেকেই আমাদের এই যাত্রা শুরু হয়।’’ তিনি আরও জানান যে, প্রথমদিকে অর্থনৈতিক সমস্যা থাকলেও একসময় ‘বনপলাশীর পদাবলী’ ছবির মাধ্যমে প্রকল্পটি সফলতা অর্জন করে।মৃত্যুর আগ পর্যন্ত তিনি এই সংস্থার সভাপতি ছিলেন। সময় এর হাত ধরে প্রয়াত সুপ্রিয়া দেবী ও বর্তমানে “শিল্পী সংসদ” এর সভা নেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত দায়িত্ব বহন করছেন ।  উত্তমকুমারের এক সময়ের ছায়াসঙ্গী সাধন বাগচী ৫০ বছরেরও বেশি সময় ধরে ‘শিল্পী সংসদ’ সামলে আসছেন। চুলে কলপ, হাতে অ্যাটাচি। আর মুখে হাসি। এটাই তাঁর পরিচয়। সাধন বাবুর  কথায়, ‘‘৬০’-এর দশকে যখন ‘দাদা’ মানে মহানায়ক ঠিক করলেন শিল্পীদের জন্য সংগঠন করবেন, তখন থেকেই ময়রা স্ট্রিট-এর বাড়ি থেকে ধর্মতলা স্ট্রিটের(৮৬, লেলিন সরণি কলকাতা-৭০০০১৩) এই বাড়ির মধ্যে সেতুবন্ধন হয়ে গেল। প্রথম দিকে সেরকম ফান্ড উঠছিল না। তারপর সিদ্ধান্ত নিলেন একটা ছবি করতে হবে: ‘বনপলাশীর পদাবলী’। কলাকুশলী সবাই বিনা পারিশ্রমিকে কাজ করেছেন এবং উত্তমকুমার পরিচালনা থেকে অভিনয়—সবটাই ফ্রিতে।’’

 

দুস্থ শিল্পীদের জন্য উত্তমকুমার ফিক্সড করে দিলেন উপার্জিত টাকা।

Leave a Reply

error: Content is protected !!