শিশুদের হাতে জল সচেতনতার শিল্প: জল দিবসে অঙ্কন প্রতিযোগিতা

শিশুদের হাতে জল সচেতনতার শিল্প: জল দিবসে অঙ্কন প্রতিযোগিতা

Reported By :- অভিজিৎ হাজরা , হাওড়া

জলই জীবন; এই সত্যটি অস্বীকার করার উপায় নেই। জল ছাড়া প্রাণী জগতের অস্তিত্ব টিকিয়ে রাখার সম্ভাবনা নেই। জাতিসংঘ 1992 সালের 22 মার্চকে বিশ্ব জল দিবস হিসাবে ঘোষণা করার পর থেকে প্রতিবছর এই দিবস পালন করা হয়। এবছর বারমংরাজপুর প্রাথমিক বিদ্যালয়ে জল দিবস উদযাপন করা হলো দুই দিনব্যাপী অনুষ্ঠানের মাধ্যমে, যেখানে জল সংরক্ষণ ও অপচয় রোধের উপর গুরুত্বারোপ করা হয়েছে।

এই অনুষ্ঠানে আই,টি,সি সুন হেরা কাল এবং পশ্চিমবঙ্গ সরকারের জল জীবন মিশনের সহযোগিতায় বিভিন্ন কর্মসূচি আয়োজন করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজদূত সামন্ত বলেন, “প্রতি বছর জল দিবস খুব গুরুত্বের সাথে পালন করা হয়। দুই দিনব্যাপী এই অনুষ্ঠানে আমাদের উদ্যোগ সফলভাবে সম্পন্ন হয়েছে; শিশুদের মধ্যে সচেতনতা বৃদ্ধি পেয়েছে যা আমাদের ভবিষ্যতের জন্য আশার আলো।”

শিক্ষার্থীরা অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে জল সংরক্ষণ ও এর গুরুত্ব বিষয়ে নিজেদের ভাবনা রং তুলিতে ফুটিয়ে তুলেছে। অনুষ্ঠানটি মাত্র একটি উদযাপন নয়, বরং তাদেরকে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার একটি প্রচেষ্টা। জল রক্ষায় শিশুদের সচেতনতা বৃদ্ধি করতে সমাজের সকল সদস্যকে এগিয়ে আসার আহ্বান জানানো হচ্ছে। এভাবে, আগামী দিনে তারা সমাজের জন্য একটি দৃষ্টান্ত হয়ে উঠবে।

 

Leave a Reply

error: Content is protected !!