আজ মুর্শিদাবাদ জেলা 29 তম শিশু বইমেলার ছিল দ্বিতীয় দিন। 'সূর্য সেনা পরিবার 'কর্তৃক আয়োজিত এই শিশু বইমেলায় প্রতিদিনই চলছে নাচ গান আবৃত্তি প্রভৃতি সাংস্কৃতিক অনুষ্ঠান। এদিনের সাংস্কৃতিক অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের হাতে কলমে বিজ্ঞান। শিশুদের মধ্যে বিজ্ঞান মনস্কতা বাড়িয়ে তুলতে এই প্রয়াস বলে জানান, পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের মুর্শিদাবাদ জেলা সভাপতি তপন সামন্ত।' হাতে কলমে বিজ্ঞান'বিষয়টি শিশুদের সামনে সুচারুরূপে উপস্থাপন করেন বিজ্ঞানকর্মী পুষ্পক পাল। তাঁর হাতের জাদুস্পর্শে শিশুরা বিমোহিত হয়ে পড়ে।