৭৫ তম প্রজতন্ত্র দিবস উপলক্ষে ৯ কিলোমিটার ম্যারাথন দৌড় প্রতযোগিতা মুর্শিদাবাদের ইসলামপুর থেকে ডোমকল। শুক্রবার ডোমকল মহামেডান ক্লাবের পরিচালনায় এই ম্যারাথন দৌড়। কাক ভরের এই দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহন করে বিভিন্ন জেলার বহু প্রতিযোগী, প্রতিযোগীনি। ইসলামপুরের নেতাজি মূর্তির পাদদেশ থেকে ডোমকল পুরানো বিডিও মোড় পর্যন্ত চলে এই দৌড়। প্রতিযোগী এবং প্রতিযোগিনীদের সুরক্ষা দিতে উপস্থিত ছিলেন চিকিৎসক, মোতায়েন ছিলেন পুলিশ, সর্বোপরি এই খেলার শুভ উদ্বোধন করলেন ডোমকলের সুপরিচিত জনপ্রিয় মুখ বিশিষ্ট সমাজসেবী আব্দুল আলীম বাপি বিশ্বাস। এই ম্যারাথন দৌড়ে ছেলেদের মধ্যে প্রথম হয়েছেন নদিয়ার বাদকুল্লার তারক বিশ্বাস, এবং মহিলাদের মধ্যে প্রথম হয়েছেন পলাশী রামনগরের সুলতানা রিজিয়া। এই হাড় কাঁপানো শীত অপেক্ষা করেই রাস্তার দু'ধারে দর্শকের ঢল ছিল চোখে পড়ার মতো।