শুধুই প্রতিশ্রুতি, আদৌকি পঞ্চায়েত নির্বাচনের আগে মেরামত করা হবে রাস্তা? – G Tv { Go Fast Go Together)
শুধুই প্রতিশ্রুতি, আদৌকি পঞ্চায়েত নির্বাচনের আগে মেরামত করা হবে রাস্তা?

শুধুই প্রতিশ্রুতি, আদৌকি পঞ্চায়েত নির্বাচনের আগে মেরামত করা হবে রাস্তা?

Reported By : Binay Roy
২১ শে মার্চ , মঙ্গলবার , জলঙ্গিতে বিগত পাঁচ বছর তৃণমূল পরিচালিত পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, শাসকদলের পক্ষে থাকার সত্ত্বেও বেহাল রাস্তার অবস্থা। মুর্শিদাবাদের জলঙ্গির সাদিখারদেয়াড় স্কুল মোড় থেকে খয়রামারির ফকিরাবাদ পর্যন্ত রাস্তার বেহাল দশা। এই রাস্তা নিয়ে কখনো সিপিআইএম কখনোবা কংগ্রেস আন্দোলন করেও কোন লাভ হয়নি। এলাকার সাধারণ মানুষকে স্থানীয় জনপ্রতিনিধিরা একাধিকবার প্রতিশ্রুতি দিয়েছে, দীর্ঘ পাঁচ বছর কেটে গেল, কিন্তু হলোনা রাস্তা মেরামত। এবার ক্ষোভ প্রকাশ করতে শুরু করেছে এলাকাবাসী থেকে শুরু করে পথচলতি টোটো চালকেরা। তাদের অভিযোগ, এই রাস্তার দশা বেহাল থাকার কারণেই একাধিকবার সংবাদ মাধ্যম থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ায় রাস্তা মেরামতের জন্য দাবি জানানো হয়েছে, বহুবার প্রতিশ্রুতিও দিয়েছে জনপ্রতিনিধিরা, কিন্তু কোনই সুরাহা মেলেনি । অনেকের দাবি বামফ্রন্ট সরকারের আমলে হয়েছিল এই রাস্তা, বর্তমান সরকারের আমলে মেরামতের কাজ হলেও বেশিদিন টিকেনি। ক্ষোভ প্রকাশ করেছেন এলাকার মানুষ থেকে শুরু করে বুদ্ধিজিবীরা।
এ প্রসঙ্গে সাদিখারদেয়াড় গ্রাম পঞ্চায়েতের প্রধান জানিয়েছেন এই রাস্তাটি সম্পূর্ণ জেলা পরিষদের আওতায়, আর ওই জেলা পরিষদের সদস্যা রাফিকা সুলতানা, তিনি এখন দলের সঙ্গে অ্যাক্টিভ নেই, মূলত সেই কারণেই হচ্ছে না এই রাস্তা। তিনি আরো জানান আগামী পঞ্চায়েত নির্বাচনের আগেই রাস্তার কাজ শুরু হবে। আদৌকি শুরু হবে রাস্তার কাজ? নাকি শুধুই প্রতিশ্রুতি।

Leave a Reply

Translate »
Call Now Button