“শুভশ্রী” সাদা গাউনে হট লুকে হাজির !

“শুভশ্রী” সাদা গাউনে হট লুকে হাজির !

Reported By:- Subham Roy

বর্তমানে শুভশ্রী গাঙ্গুলী (Subhashree Ganguly) রয়েছেন গর্ভাবস্থার প্রায় অন্তিম পর্যায়ে। আগামী ডিসেম্বর মাসে আসতে চলেছে রাজ চক্রবর্তী (Raj Chakraborty) ও শুভশ্রীর দ্বিতীয় সন্তান। 2020 সালে জন্ম হয়েছিল তাঁদের প্রথম সন্তান ইউভান (Yuvan)-এর। এরপর রাজ ও শুভশ্রী চেয়েছিলেন ইউভানের একটি ভাই বা বোন আসুক। গত জুন মাসে শুভশ্রী তাঁর দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা হওয়ার সুখবর শেয়ার করেন ইন্সটাগ্রামের মাধ্যমে। তবে অন্তঃসত্ত্বাকালীন সময়েও শুভশ্রী একের পর এক ফটোশুট শেয়ার করে চলেছেন ইন্সটাগ্রামে। মঙ্গলবার একগুচ্ছ নতুন ছবি অনুরাগীদের সাথে ভাগ করে নিলেন তিনি। ইন্সটাগ্রামে শুভশ্রীর শেয়ার করা ছবিগুলিতে তাঁর পরনে রয়েছে অফ হোয়াইট রঙের ওয়ান শোল্ডার গাউন। গাউনের একটি শোল্ডার থেকে নেকলাইনের অংশ অবধি রয়েছে ফ্লোরাল এমব্রয়ডারি। গাউন জুড়ে রয়েছে অসংখ্য প্লিট। গাউনের নিচের অংশে রয়েছে অ্যাসিমেট্রিক্যাল ডিটেলিং। এটি একটি ফ্লেয়ারড গাউন যা শুভশ্রীর বেবিবাম্পকে কিছুটা হলেও আবৃত রেখেছে। এই গাউনের সাথে শুভশ্রী চুলে বেঁধেছেন বান। গোলাপি রঙের আইশ‍্যাডো ও কালো আইলাইনারের টানে তাঁর দুই চোখ হয়ে উঠেছে আকর্ষক। ঠোঁট রাঙানো উজ্জ্বল গোলাপি রঙের লিপস্টিকে। চিকবোনে রয়েছে হালকা গোলাপি ব্লাশারের ব্যবহার। দুই কানে গাউনের সাথে মানানসই সোনালি রঙের জাঙ্ক ইয়ারিং পরেছেন শুভশ্রী। অন্তঃসত্ত্বা হওয়ার কারণে শুভশ্রীর শারীরিক ওজন কিছুটা বেড়েছে। ছবিগুলি শেয়ার করে তিনি লিখেছেন, নিজের অন্তরের সত্ত্বাকে সম্মান করা উচিত।

Leave a Reply

error: Content is protected !!