Reported By: Masud Rana
YouTube Link:
আজ শুভ সপ্তমী আর এই শুভ সপ্তমীর দিনে গরিব দুস্থ অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তাদের দু’মুঠো অন্ন তুলে দেওয়ার ব্যবস্থা গ্রহণ করলো রানীনগর থানার পুলিশ। প্রায় দেড়শো জন মতো গরিব দুঃস্থ অসহায় মানুষদের দুপুরের আহারের ব্যবস্থার পাশাপাশি বস্ত্র বিতরণ করা হলো। শুভ দুর্গোৎসব এবং আসন্ন মহানবি আগমন দিবস আর এই দিনগুলো সকলের সমানভাবে সুন্দরভাবে স্বাচ্ছন্নভাবে কাটুক সেই কামনা করেই প্রতিবারের মতো এবারও দুপুরের আহারও বস্ত্র বিতরণ করলেন রাণীনগর থানার ভারপ্রাপ্ত আধিকারিক রবীন্দ্রনাথ বিশ্বাস এবং ডোমকল মহকুমা পুলিশ আধিকারিক শেখ শামসুদ্দিন।