Reported By : Binay Roy
২৪ শে জানুয়ারি, মঙ্গলবার, বহরমপুরে আগামী ১০ই ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে বহরমপুর মেলা ২০২৩। বিগত দিনের মতো এবছরও যথা সময়েই শুরু করা হচ্ছে এই মেলা। যদিও করোনা কালে সরকারি নির্দেশ মেনে তা বন্ধ রাখা হয়েছিল। তবে এবছর নতুনত্বের বাহার নিয়ে শহরবাসীর জন্য হাজির হতে চলেছে এই মেলা। এবারে এই মেলায় বিশেষ আকর্ষণ বলতে থাকছে রেঞ্জার রাইড। যা বিগত দিনে বহরমপুর শহরে কখনোই দেখা যায়নি বলে দাবি মেলা কর্তৃপক্ষের। যদিও শহরে ইতিপূর্বেই বহরমপুর মেলা নামে আরও একটি মেলা শুরু হয়েছে। সেই জায়গা থেকে কৃষ্ণনাথ কলেজ ময়দানে এই মেলা নতুনভাবে আরম্ভ হওয়াকে কেন্দ্র করে উঠছে একাধিক প্রশ্ন। তাহলে কি একই নামের মেলা এবার ২ ভাগে বিভক্ত হল? যদিও শহরবাসীর কাছে সেটা বড় বিষয় নয়। মেলা মানেই সেখানে খাওয়া, ঘোরা আর আনন্দ উপভোগ করা। তাই এখানে মেলা কমিটির সমস্যা যাইহোক না কেন বহরমপুর শহরবাসীর জন্য এটা আরও একটা বাড়তি পাওনাই বলা যেতে পারে।