শুরু হয়েছে খাদ্য মেলা

শুরু হয়েছে খাদ্য মেলা

Reported By : Manoj Das

১৩ ই নভেম্বর, রবিবার, কলকাতা ট্রাঙ্গুলার পার্কে সলিউশন মাইক্রোর কর্ণধার অভিষেক রায়, ভি. কে ইভেন্ট ওয়ালার কর্ণধার করবী পাল ও ঐশানী ক্রিয়েশনের কর্ণধার শায়ন ব্যানার্জীর যৌথ উদ্যোগে এবং বসাক ইন্টেরিয়ার্সের সহযোগিতায় শুরু হয় চার দিন ব্যাপী ফুড ফেস্টিভ্যাল হ্যাংলা জোন। বৃহস্পতিবার ১০ই নভেম্বর এই হ্যাংলা জোন ফুড ফেস্টিভালের উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়। সেখানে উপস্থিত ছিলেন এই হ্যাংলা জোন ফুড ফেস্টিভ্যালের ব্র্যান্ড অ্যাম্বাসেডর মল্লার ঘোষ এবং মল্লিকা ঘোষ। এছাড়াও উপস্থিত ছিলেন নন্দিতা দত্ত, অভিনেত্রী মৌ বৈদ্য, ভারত সেবাশ্রমের অধ্যক্ষ দিলীপ মহারাজ, বিধায়ক দেবাশীষ কুমার, বরো চেয়ারম্যান চৈতালি চ্যাটার্জী, কাউন্সিলর অঞ্জন পাল, অভিনেতা চন্দন দাস সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। উদ্যোক্তারা জানান, চারদিন ব্যাপী মেলা চলবে আগামী ১৩ ই নভেম্বর পর্যন্ত। ওই খাদ্য মেলায় কলকাতার ভোজন রসিকরা সব ধরনের ব্র্যান্ডের খাবার পাবেন সুলভ মূল্যে ও সঙ্গে থাকছে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সেলিব্রিটিরা। আরো রয়েছে কচি-কাঁচাদের জন্য বিভিন্ন ধরনের গেমস। উল্লেখ্য, খাদ্য মেলায় কোনো প্রবেশ মূল্য নেই।

Leave a Reply

error: Content is protected !!