Reported By:- News Disk
YouTube Link:- https://youtu.be/IDPnTxKeHP8
শুরু হয়ে গেলো পবনপ্রীত সিং পরিচালিত প্রথম বাংলা ছবি i love you নন্দিনী এর কাজ। আজ উত্তর কলকাতার এক হলে আনুষ্ঠানিক ভাবে শুরু হয়ে গেলো শ্যামা ফিল্মস এন্টারটেনমেন্ট নিবেদিত বাংলা ভালোবাসার ছবি i love you নন্দিনী। যা আগামী ইংরেজি বছরের শুরুতেই দর্শকদের কাছে উপস্থাপন করতে চলেছে ।
একটি ভালোবাসার ছোট গল্প নিয়ে সত্য ঘটনা অবলম্বনে প্রকাশিত হতে চলেছে এই ছবিটি। এই ছবি কেবল বাঙলাতেই নয়। তার পাশাপাশি ভোজপুরি ভাষায় ও প্রকাশিত হতে চলেছে। পৃত কা দামান , সাথ নীভাই মারতেদান্তে এর মত জনপ্রিয় ভোজ পুরি ভাষায় ছবি পরিচালনায় পর এই প্রথম বাংলার দর্শকদের কাছে আরো একটি সুন্দর প্রেমের গল্প নিয়ে আসছে শ্যামা ফিল্মস এন্টারটেনমেন্ট নিবেদিত পবনপ্রীত সিং পরিচালিত প্রথম বাংলা ছবি i love you নন্দিনী। এদিন আনুষ্ঠানিক ভাবে ছবির শ্যুটিং এর কাজ শুরু হলো।
এই ছবিতে অভিনয় করেছেন – ঈপ্সিতা যিনি এই ছবিতে নন্দিনী নামে। তার বিপরীত চরিত্রে রয়েছে দেবর্ষি , এই ছবিতে যার নাম রাজ। এছাড়াও এই ছবিতে অভিনয় করেছেন দেবাশীষ গাঙ্গুলি, সান্ত্বনা বসু, নিমাই ঘোষ। পর্বিন সাপ্পুর প্রযোজনায় এই ছবি জুড়ে থাকছে পাঁচটি গান। যা পরিচালনা করেছেন প্রতীক কর্মকার এবং তন্ময় মন্ডল। এই ছবির সহকারী পরিচালক প্রসেন এবং পায়েল। এই ছবির শ্যুটিং হবে দেশের বিভিন্ন জায়গায়। এই ছবিতে চিত্র নাট্য এবং সংলাপে রয়েছেন – তন্ময় মন্ডল। I love you নন্দিনী ছবির গল্পটি লিখেছেন অসীম দে।
একেবারে ভিন্ন স্বাদের এক গল্প নিয়ে সম্প্রতি শুরু হতে চলেছে শ্যামা ফিল্মস এন্টারটেনমেন্ট নিবেদিত বাংলা চলচ্চিত্র i love you নন্দিনী।