Reported By : Masud Rana
১৫ ই ডিসেম্বর, শুক্রবার, ডোমকল স্টেডিয়াম মাঠে শুরু হলো আকর্ষণীয় ফুটবল খেলা । একগুচ্ছ আধিকারিকদের উপস্থিতিতে শুরু হলো বেঙ্গল কাপ ২০২৩। ডোমকল আজাদ ক্লাবের পরিচালনায় কলকাতা একাদশ বনাম কলকাতা সারদান সমিতির খেলা দিয়ে আজকের উদ্বোধনী ম্যাচ শুরু হয়েছে । মুর্শিদাবাদ জেলা থেকে শুরু করে ডোমকল মহকুমার একগুচ্ছ প্রশাসনিক আধিকারিকদের উপস্থিতিতেই আজকের এই খেলা শুরু হয়। খেলা শুরুর আগে জাতীয় পতাকা এবং ক্লাবের পতাকা উত্তোলন, আলোকসজ্জা থেকে শুরু করে নানা রকম আকর্ষণীয় অনুষ্ঠানের মধ্যে দিয়েই শুরু হয় আজকের ফুটবল খেলা। খেলা দেখতে ভিড় করেছেন ফুটবল প্রেমিরা, ডোমকল স্টেডিয়াম মাঠের কানায় কানায় ভর্তি দর্শকদের।