শেরশাবাদিয়া বিকাশ পরিষদের করণদিঘী ব্লক কমিটির ব্যবস্থাপনায় রাইজিং পয়েন্ট স্কুল, দোমহনা-তে একদিনব্যাপী বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও চশমা বিতরণ শিবিরের আয়োজন করা হয়। এতে ৫০০ জনেরও বেশি মানুষ চোখের পরীক্ষা করান এবং প্রয়োজনীয় চশমা পান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সম্পাদক সাত্তার আহমেদ, কার্যকরী সভাপতি হাজী মোহাম্মদ সাহাবুদ্দিন, ব্লক কমিটির সভাপতি সেরাজুল ইসলাম বাবলু, মাওলানা গিয়াস উদ্দিন, ডক্টর মর্তুজা কামাল ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
ডক্টর মর্তুজা কামাল বলেন, “চোখের সমস্যা উপেক্ষা করা উচিত নয়। এই উদ্যোগের ফলে অনেকেই উপকৃত হয়েছেন, যা সত্যিই প্রশংসনীয়।”
উপস্থিত ব্যক্তিরা শেরশাবাদিয়া বিকাশ পরিষদের এই মানবিক উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এমন জনসেবামূলক কর্মসূচি চালিয়ে যাওয়ার আহ্বান জানান।