Reported By : Binay Roy
১৬ ই জুন, শুক্ৰবার, মুর্শিদাবাদে নবগ্রাম ব্লকে শেষ দিনে নমিনেশন জমা দিয়ে রাতে বাড়ি ফেরার পথে কংগ্রেস আশ্রিত দুষ্কৃতিদের হাতে গুলিবিদ্ধ হয়ে খুন হলেন হজবিবি ডাঙার অঞ্চল সভাপতি মোজাম্মেল সেখ। ঘটনায় আহত আরও দুই জন তৃণমূল কর্মী। আহতদের চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে বহরমপুরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে। ঘটনায় নবগ্রাম ব্লক তৃণমূল নেতৃত্বের অভিযোগ- নমিনেশন জমা দিয়ে বাড়ি ফেরার পথে নিজের গ্রামে ঢোকার মুখে জনাকয়েক কংগ্রেস আশ্রিত দুষ্কৃতি তার পথ আটকে তাকে লক্ষ্য করে গুলি চালায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় মোজাম্মেল সেখ নামে ওই অঞ্চল সভাপতির। তার সাথে থাকা আরও দুই তৃণমূল কর্মীকে বেধড়ক পেটানো হয় বলে অভিযোগ। ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় নবগ্রাম থানার পুলিশ। আহতদের উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে নবগ্রাম এলাকায় সন্তাসের বাতাবরণ তৈরি করতে কংগ্রেস, সিপিএম ও বিজেপি- পরিকল্পিত ভাবে এই খুন করেছে বলে জানিয়েছেন নবগ্রামের বিধায়ক কানাই চন্দ্র মন্ডল। এই খুনের প্রতিবাদে শুক্রবার নবগ্রাম ব্লকে ১২ ঘন্টা বনধের ডাক দিয়েছেন তিনি। যদিও নবগ্রাম ব্লক কংগ্রেসের পক্ষ থেকে এই খুনের অভিযোগ অস্বীকার করে জানানো হয়েছে- নমিনেশনকে কেন্দ্র করে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে এই খুন হয়েছে, এই খুনের সাথে কংগ্রেস কোনো ভাবেই জড়িত নয়।