উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়া বিধানসভার আমুলিয়া এলাকায় ফের এক পরিযায়ী শ্রমিকের অকাল মৃত্যুর ঘটনা ঘটেছে। প্রয়াত ওই শ্রমিকের নাম তারিকুল ইসলাম, বয়স মাত্র কুড়ি বছর। পরিবারের সদস্যদের মতে, কাজের খোঁজে কিছু মাস আগে ভিন রাজ্যে মান্ডির কাজে গিয়েছিলেন তারিকুল। সেখানে কাজ করার সময় এক দুর্ঘটনায় ইলেকট্রিক শকে প্রাণ হারান তিনি।
তারিকুলের বাবা সেন্টু জানান, "রাজ্যে পর্যাপ্ত কাজ না থাকায় বাধ্য হয়ে ছেলে বাইরে গিয়েছিল। আমরা জানতাম না যে এরকম মর্মান্তিক কিছু ঘটবে।" তারিকুলের সদ্য বিবাহিত স্ত্রী এবং পরিবার এই ঘটনায় সম্পূর্ণ অসহায় হয়ে পড়েছেন।
এই মর্মান্তিক ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। প্রত্যেকেই এই অকাল মৃত্যুতে শোক প্রকাশ করেছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, রাজ্যে কর্মসংস্থানের অভাবে পরিযায়ী শ্রমিকদের ভিন রাজ্যে পাড়ি দিতে বাধ্য হতে হচ্ছে, যা অনেক সময় মর্মান্তিক পরিণতির দিকে নিয়ে যায়।