“শ্রাবন্তী” কমলা আনারকলিতে !

“শ্রাবন্তী” কমলা আনারকলিতে !

Repored By:- News Desk    

শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee) বর্তমানে টলিউডের অন্যতম বিতর্কিত নায়িকা। ভেঙে গিয়েছে তাঁর চর্চিত সম্পর্কও। কলকাতার একটি কনফেকশনারি চেনের মালিক অভিরূপ নাগচৌধুরী (Abhirup Nagchowdhury)-র সাথে শ্রাবন্তীর সম্পর্ক তৈরি হয়েছিল বলে শোনা যায়। অপরদিকে তৃতীয় স্বামী রোশন সিং (Roshan Singh)-এর সাথে তাঁর বিবাহ বিচ্ছেদের মামলা আদালতে বিচারাধীন। কিন্তু ডিসেম্বরের শেষ থেকেই শ্রাবন্তীর সাথে অভিরূপের সম্পর্কে ভাঙন ধরে। শোনা যাচ্ছে, পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমেই এই সম্পর্কের ইতি ঘটেছে। বর্তমানে শ্রাবন্তী আর বিয়ের পিঁড়িতে বসতে চান না। তিনি নিজের কেরিয়ারকে প্রাধান্য দিতে চান। সময় দিতে চান তাঁর একমাত্র পুত্র অভিমন্যু (Abhimanyu Chatterjee)-কে। সোশ্যাল মিডিয়াতেও শ্রাবন্তী যথেষ্ট অ্যাকটিভ। সম্প্রতি একটি অনলাইন পোর্টালের ভার্চুয়াল পেজ থেকে নেটদুনিয়ায় ভাইরাল হল তাঁর কয়েকটি ছবি। মঙ্গলবার ছবিগুলি ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়া ছবিতে শ্রাবন্তীর পরনে রয়েছে উজ্জ্বল কমলা রঙের স্লিভলেস আনারকলি। আনারকলি জুড়ে রয়েছে সোনালি সুতোর এমব্রয়ডারি। আনারকলির নেকলাইন সামান্য ডিপ হলেও ক্লিভেজ শো-অফ করেননি শ্রাবন্তী। আনারকলির নিচের অংশ ফ্লেয়ারড। আনারকলির সাথে টিম আপ করা ওড়নাটিও কমলা রঙের। এই পোশাকের সাথে উজ্জ্বল মেকআপ করেছেন শ্রাবন্তী।

Leave a Reply

error: Content is protected !!