“শ্রাবন্তী চ্যাটার্জী” অন্তর্বাস পরেই ক্যামেরাবন্দি !

“শ্রাবন্তী চ্যাটার্জী” অন্তর্বাস পরেই ক্যামেরাবন্দি !

Reported By:- Subham Roy

বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম খ্যাত ও সমালোচিত অভিনেত্রীদের মধ্যে একজন হলেন শ্রাবন্তী চ্যাটার্জী (Srabanti Chatterjee)। বিগত দশক থেকে তিনি যেমন একাধিক প্রজন্মের কাছে পেয়েছেন ‘হার্টথ্রব’ তকমা, তেমনই তাকে নিয়ে বারবার হয়েছে কাটাছেঁড়া। শ্রাবন্তীর ব্যক্তিগত জীবন নিয়ে নানা আলোচনা হয়েছে নানা মহলে। তবে সেসবে বিশেষ আমল দেননা অভিনেত্রী। তিনি থাকেন নিজের মতো করেই। আসলে তার কাছে জীবনের সংজ্ঞাটা হয়তো অন্য সবার থেকেই আলাদা। বারেবারে অভিনেত্রী নিজেও সেকথা বলে এসেছেন। অভিনয়ের পাশাপাশি ফ্যাশন স্টাইলিংয়েও বেশ পটু এই অভিনেত্রী। সঙ্গে তিনি সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয়। অভিনেত্রী ভক্তদের ছুঁয়ে থাকেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই। সেখানেই তাকে বিভিন্ন সময়ে নানা রূপ ও অবতারে দেখা যায়। কখনো এক্কেবারে ট্র্যাডিশনাল লুকে ধরা দেন অভিনেত্রী, কখনো আবার বোল্ড পাশ্চাত্য পোশাকেও তাকে দেখা যায়। আবার মাঝেমধ্যে তিনি সোশ্যাল মিডিয়াতে নিজের ব্যক্তিগত জীবনের কিছু মুহূর্ত ভাগ করে নেন ভক্তদের সাথে। কখনো সেটা তার মজার মুহূর্ত হয়, কখনো আবার সেটা হয় কোনো শখ পূরণ বা স্বপ্নপূরণ।

Leave a Reply

error: Content is protected !!