” শ্রী সত্য নারায়ণ শাহ” পুরস্কার

” শ্রী সত্য নারায়ণ শাহ” পুরস্কার

Reported By:-News Desk

বিশিষ্ট চিকিৎসক ও সমাজসেবী মাননীয় শ্রী রবি শঙ্কর প্রসাদ রবি মহাশয়ের পিতা পূজনীয় স্বর্গীয় শ্রী সত্যনারায়ণ শাহ জীর প্রথম মৃত্যুবার্ষিকী পুনিতিথিতে বিহারের ত্রিবেণীগঞ্জে আয়োজিত হয় তিন দিন ব্যাপী ভজন , সৎসঙ্গ নাম সংকীর্তন। এদিন নরনারায়ণ সেবা ও বহু দুঃস্থ মানুষকে দান ধ্যানের মাধ্যমে পিতার আত্মার শান্তি কামনা করেন তিনি। ভবিষ্যতে তিনি মেধাবী ছাত্র ছাত্রীর উদ্দ্যেশ্যে " শ্রী সত্য নারায়ণ শাহ" পুরস্কার চালু করার কথাও জানান ।

Leave a Reply

error: Content is protected !!