Reported By:- তুষার কান্তি খাঁ
১৫ই জানুয়ারি, রবিবার, মুর্শিদাবাদ তথা বহরমপুরে ‘শ্রুতি মুখ’ আবৃত্তি চর্চায় এক নতুন দিগন্ত উন্মোচিত করেছে। দীর্ঘ ১৫ বছর ধরে তারা আবৃত্তিকে সাধারণ মানুষের কাছে প্রচারের আঙিনায় নিয়ে এসেছে। বহরমপুর রবীন্দ্র সদনে তাদের বাৎসরিক অনুষ্ঠান হয়ে গেল এ দিন। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এবং রবীন্দ্রনাথ ঠাকুরের ‘অন্তর মম বিকশিত কর’ দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন সংগঠনের শিশু সদস্যরা। অনুষ্ঠানে পরিবেশিত দশটি আবৃত্তি আলেখ্য দর্শক আসনে বসা মানুষ জনকে মোহিত করে তোলে। সংস্থার কর্ণধার নিবেদিতা চৌধুরী জানিয়েছেন, এ ধরনের অনুষ্ঠানে বহরমপুরের মানুষের সারা জাগানো উপস্থিতি তাঁকে যারপরনায় আপ্লুত করে তুলেছে।