সংগ্রাম ও দায়বদ্ধতার ৪০ বছর

সংগ্রাম ও দায়বদ্ধতার ৪০ বছর

Reported By : তুষার কান্তি খাঁ ১৮ ডিসেম্বর, রবিবার, পশ্চিমবঙ্গ কলেজ শিক্ষাকর্মী ইউনিয়ন প্রতিষ্ঠিত হয় ১৯৮২ সালের ১০ অক্টোবর। ২০২২ সালের ১০ অক্টোবর ৪০ বর্ষ পূর্তি উপলক্ষে সারা রাজ্য জুড়ে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। মুর্শিদাবাদ জেলাতেও নানান কর্মসূচি গ্রহণ করা হয়। গত ১৭ ডিসেম্বর রানী ধন্যাকুমারী কলেজে " স্বাধীনতার ৭৫ বছর পরে আমাদের প্রাপ্তি ও প্রত্যাশা" বিষয়ে প্রবন্ধ প্রতিযোগিতা ও " সভার মতে ভারতের মতো দেশে শিক্ষা ব্যবস্থা সরকারের হাতে থাকা উচিত" বিষয়ে বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়। জেলার বিভিন্ন কলেজ থেকে ছেলেমেয়েরা ওই প্রতিযোগিতায় অংশ নেয়। ১৮ ডিসেম্বর বহরমপুর স্টুডেন্টস হেলথ হোমের অডিটোরিয়ামে " জাতীয় শিক্ষানীতি ও প্রাসঙ্গিকতা " শীর্ষক আলোচনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাষ্ট্র বিজ্ঞানের অধ্যাপক অভিজিৎ সাহা। তিনি তাঁর বক্তব্যে নয়া জাতীয় শিক্ষানীতির সুপারিশের বিভিন্ন দিক বাস্তব উদাহরণ সহযোগে আলোকপাত করেন। সংগঠনের পক্ষ থেকে সেখানে উপস্থিত ছিলেন রাজ্য সভাপতি নীল কমল সাহা, সম্পাদক সুব্রত চক্রবর্তী সহ জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত অধ্যাপক অধ্যাপিকা কলেজ শিক্ষা কর্মী ও ছাত্র-ছাত্রী বৃন্দ।

Leave a Reply

error: Content is protected !!