আবার স্কুলের দায়িত্বে থাকা পিয়ন জিয়াউল হক, স্কুলের মিড ডে মিলের সামগ্রী চুরি করেছে বলে অভিযোগ করছে এলাকাবাসী ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ইসলামপুর থানার হুড়শী পূর্ব মন্ডলপাড়া হাই স্কুলের থেকে মিড ডে মিলের সামগ্রী চুরি করে বেচে দেয়ার অভিযোগ প্রিওনের বিরুদ্ধে গতকাল বুধবার বিকাল চারটা নাগাদ স্কুল গুদাম ঘরে ঢুকে, তারপরই একটা বস্তাবন্দী কিছু একটা বের করে পিয়ন জিয়াউল হক, নামের ওই পিয়নের বিরুদ্ধে অভিযোগ তুলছে এলাকার মানুষজন ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় ওই এলাকায় যদিও এই বিষয়ে অভিযুক্ত পিয়নের বক্তব্য এরকম কিছুই নয় চক্রান্ত করে ফাঁসানোর চেষ্টা করছে এলাকার মানুষজন এ বিষয়ে এলাকাবাসী না বলেন উনি দীর্ঘদিন ধরেই এই ঘটনা ঘটাচ্ছেন স্কুলের মিড ডে মিলের সামগ্রী নয় আরো অন্যান্য জিনিসপত্র হয়তো এভাবেই বিক্রি করেন
পাশাপাশি এই চুরির ঘটনার ভিডিও ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায় যদিও সেই ভাইরাল ভিডিও সত্যতা যাচাই করে নেই CN তবে কেন স্কুলের জিনিসপত্র তিনি নিজে হাতে বিক্রি করছিলেন তার তদন্ত চাইছে এলাকার মানুষ