Reported By : Masud Rana
৩ রা জুলাই, সোমবার, ডোমকলে সকাল সকাল বোমা উদ্ধার। মুর্শিদাবাদের ডোমকল থানার বাগডাঙ্গা মুরারিপুর এলাকায় বোমা উদ্ধার হয়। আর কয়েকদিন পরেই পঞ্চায়েত ভোট, রাজ্যের বিভিন্ন জায়গায় চলছে বোমাবাজি। ডোমকলও তার থেকে কম নয়, পঞ্চায়েত ভোট উপলক্ষেই বোমা মজুদ করার কাজ চলছে বিভিন্ন এলাকায়। বাম কংগ্রেস সমর্থকদের দাবি, রাত্রে ভোট কেন্দ্র থেকে ২০০ মিটার দূরত্বে বোমা বাধার কাজ করছিল তৃণমূলের লোকজন, টর্চ লাইট জ্বালাতেই ঘটনাস্থান ছেড়ে পালায় বোমা তৈরীর কারিগররা, মূলত বিরোধীদের আতঙ্ক করার চেষ্টা করছে তৃণমূলের লোকজন। অন্যদিকে পাল্টা তৃণমূলের লোকজনের দাবি বোমা রেখেছে কংগ্রেসের লোকজন।
কার্যত বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। ঘটনাস্থান টহলদারিতা আছে ডোমকল থানার পুলিশ।