মুর্শিদাবাদের সাগরপাড়া থানার সিপাহীরচক এলাকায় ঘটে যাওয়া এক মর্মান্তিক দুর্ঘটনায় ৭০ বছর বয়সী দীপেন্দ্রনাথ সরকার বাইকের ধাক্কায় প্রাণ হারিয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো তিনি বাড়ির কাছে একটি দোকানে যাওয়ার উদ্দেশ্যে রাস্তা পার হচ্ছিলেন।
এসময়, ধনিরামপুরের দিক থেকে একটি বাইক দ্রুত গতিতে এসে তাকে ধাক্কা দেয়। বাইক চালক সাহিন সেখ ডোমকল হাসপাতালে আত্মীয়কে দেখতে যাচ্ছিলেন। দুর্ঘটনার পর দীপেন্দ্রনাথ সরকারের মাথায় এবং পাঁজরে গুরুতর আঘাত লাগে এবং তিনি ঘটনাস্থলে লুটিয়ে পড়েন।
শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে এসে আহত অবস্থায় দীপেন্দ্রনাথ সরকার এবং সাহিন সেখকে সাগরপাড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। সেখান থেকে তাঁদের বহরমপুরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
দৌলতাবাদ এলাকায় যাওয়ার পথে দীপেন্দ্রনাথ সরকারের মৃত্যু ঘটে, যা তাঁর পরিবার এবং স্থানীয় জনগণের মধ্যে গভীর শোকের সৃষ্টি করেছে। পরিবারের সদস্যরা এভাবে হঠাৎ করে প্রিয়জনের মৃত্যু মেনে নিতে পারছেন না, এবং পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।